প্রতিষ্ঠান পরিচিত/ইতিহাস

image-not-found

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় - এ সম্পর্কে কিছু লিখতে গেলে প্রথমেই যার নামটি হৃদয়পটে ভেসে উঠে তিনি হলেন কাজী ফিরোজা ইসলাম। যিনি ক্ষুধা, দারিদ্র, অবহেলিত, বঞ্চিত, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কারাচ্ছন নারী সমাজের মহিয়সী নারী হিসেবে খ্যাতি পাবার যোগ্য, যার মহৎ প্রচেষ্টায় ও উদ্যোগে ১৯৮০ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়েছে মুক্তাগাছা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিষ্ঠান প্রধানের পত্রের আলোকে এবং ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জমশের আলী মহোদয়ের সম্মতিতে ০৭/১২/২০০৮ খ্রিঃ ম্যানেজিং কমিটি এক সভার সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে বিদ্যালয়টি আর্মড পুলিশ ব্যাটালিয়নে সম্পৃক্ত করার সিদ্ধান্তের প্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাসরিন জাহান মহোদয়ের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়।

এক পর্যায়ে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। সমাজে কোন ভালো কাজ করতে গেলে যেমন কিছু বাধা আসে তেমনি কিছু মানুষ মহানুভবতার পরিচয় দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অশুভ চিন্তাধারী ব্যক্তি স্বার্থপর ওইসব মানুষের কথা না বললেও ওইসব মহৎ ব্যক্তিত্বের কথা না বললে তাদের কাছে আমি অকৃতজ্ঞ থাকবো।

মুক্তাগাছার মাননীয় এম.পি জনাব কে.এম খালিদ মহোদয়, অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জমশের আলী ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব নাসরিন জাহান (তৎকালীন সভাপতি) সহ কমিটির সকল সদস্যবর্গ শিক্ষক/কর্মচারী ও সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় মুক্তাগাছা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়টি ২৪/০৮/২০০৯ খ্রিঃ নতুন নামকরণ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় নামে অনুমোদন লাভ করার পর ৪৯(১) ধারা মোতাবেক পদাধিকার বলে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির পদ অলংকৃত করেন। জনাব আলী আহমদ খান অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের গতিশীল নেতৃত্বে স্কুলের সকল কার্যক্রমে চলছে বৈপ্লবিক পরিবর্তন। অত্র বিদ্যালয়টিতে প্লে শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে। সকল কার্যক্রম প্রশংশনীয়।

মোঃ বছির উদ্দিন
প্রধান শিক্ষক
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়
মুতাগাছা, ময়মনসিংহ।

প্রধান শিক্ষকের বাণী

image-not-found

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়টি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮০ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়ে হাঁটি হাঁটি পা-পা করে বর্তমানে ময়মনসিংহ জেলাধীন মুক্তাগাছা উপজেলায় শৃঙ্খলা বাহিনী পরিচালিত একটি বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলেছে। এছাড়া গরীব মেধাবীদের জন্য বিশেষ উল্লেখযোগ্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে। এ বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি সহপাঠ ক্রমিক কার্যাবলীর সকল কার্যক্রমে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে যথেষ্ঠ সুনাম রয়েছে। বিদ্যালয়ের সভাপতি জনাব আলী আহমদ খান (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের নেতৃত্বে ম্যানেজিং কমিটির সুদক্ষ পরিচালনা কৌশল অভিনব ও প্রশংসনীয়। এ ধারা অব্যাহত থাকার ফলে সেদিন বেশি দূরে নয় প্রতিষ্ঠানটি সেরাদের কাতারে আত্নপ্রকাশ করবে। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জয় বাংলা।

মোঃ বছির উদ্দিন
প্রধান শিক্ষক
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়
মুতাগাছা, ময়মনসিংহ।

সভাপতির বাণী

image-not-found

শিক্ষাই জাতির মেরুদন্ড। জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজী ফিরোজা ইসলাম নামে এক মহিয়সী নারী ১৯৮০ খ্রিঃ এ মুক্তাগাছা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ২৪/০৮/২০০৯ খ্রিঃ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় নামে অনুমোদন লাভ করে সকল ক্ষেত্রে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।

এ প্রতিষ্ঠানে একদল দক্ষ নিবেদিত প্রাণ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আধুনিক ও সময়োপযোগী পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের উপযোগী করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পত্রিকা ও সহায়ক বই সমৃদ্ধ পাঠাগারের পাশাপাশি খেলাধুলার সুব্যবস্থাসহ মানসিক বিকাশ ও প্রতিযোগিতামূলক পরিবেশে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে সহপাঠ কার্যক্রম।

বিদ্যালয়টি ২৪/০৮/২০০৯ খ্রিঃ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাথে যুক্ত হয়ে সকল ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। বিদ্যালয়টি ব্যাটালিয়নে অন্তর্ভূক্ত করণে বিশেষ অবদান রেখেছেন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে.এম খালিদ এমপি মহোদয়। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাসরিন জাহান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বছির উদ্দিনসহ আরও অনেকের সার্বিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে রুপকল্প "২০৪১" গ্রহণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ে উন্নত হবে শিল্প, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য সেক্টরে।
রপ্তানীমুখী শিল্পায়ন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নগরের বিস্তার, উন্নত জ্বালানী ও অবকাঠামো এবং দক্ষ জনশক্তি তৈরিতে এ বিদ্যালয় অনন্য ভূমিকা রেখে মেধার আলো ছড়াবে এটাই প্রত্যাশা। জয় বাংলা।

জনাব আলী আহমদ খান
অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন

সভাপতি
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়
মুক্তাগাছা, ময়মনসিংহ।